Ananda Sokal: সুজালিতে প্রাক্তন TMC নেতার ভাই গ্রেফতার হতেই ক্ষোভে আছড়ে পড়লেন গ্রামবাসীদের একাংশ
ABP Ananda LIVE: এ যেন সন্দেশখালির (Sandehshkhali)অ্যাকশন রিপ্লে। উত্তর দিনাজপুরের(north dinajpur) সুজালিতে প্রাক্তন তৃণমূল নেতার ভাই গ্রেফতার হতেই ক্ষোভে আছড়ে পড়লেন গ্রামবাসীদের একাংশ। জমি দখল থেকে লুঠপাট, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন তাঁরা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
ABP Ananda LIVE: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality)১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়। অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের।