Murshidabad News: সামশেরগঞ্জে বাবা-ছেলে হত্যায় ঘটনায় ধৃত বেড়ে ৪
ABP Ananda LIVE: সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১ । জোড়া হত্যাকাণ্ডে চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল শেখ । সামশেরগঞ্জ থানা এলাকারই বাসিন্দা ধৃত জিয়াউল শেখ । হরগোবিন্দ দাস ও তাঁর ছেলেকে খুনের ঘটনায় ধৃত বেড়ে ৪ । জমায়েত থেকে বাড়িতে হামলা, খুন, ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউল, পুলিশ সূত্রে দাবি । ১২.০৪.২৫: সামশেরগঞ্জে বাড়ি থেকে বের করে বাবা-ছেলেকে খুন
আরও খবর..
ABP Ananda LIVE: মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে একযোগে বিজেপি-আরএসএসকে নিশানা মুখ্যমন্ত্রীর । শান্তির আবেদন করে বিজেপি-আরএসএসকে আক্রমণে মুখ্যমন্ত্রী । 'হঠাৎ করে বাংলায় খুব আক্রমণাত্মক বিজেপি, সঙ্গী আরএসএস' । 'বাধ্য হয়েই বলতে হচ্ছে কুশ্রী মিথ্যার প্রচার চালাচ্ছে আরএসএস' । একটি দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিপজ্জনক খেলা' । 'দুর্ভাগ্যজনক ঘটনাকে ব্যবহার করে চলছে বিভেদের রাজনীতি' । রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । 'দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের দমন করা হচ্ছে, শান্ত থাকুন' । 'আগুনের সঙ্গে খেলা করতে প্রথমে ওরা রামনবমীকে বেছে নিয়েছিল' । 'কিন্তু বাংলায় রামনবমী পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে' । 'দাঙ্গা বাধাতে চায় বিজেপি ও তার সঙ্গীরা' । 'বিজেপি ও তার সঙ্গীদের কথায় বিশ্বাস করবেন না' । আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করে অভিযোগ মুখ্যমন্ত্রীর । জীবনের জ্বলন্ত সমস্যা থেকে নজর ঘোরানোর অভিযোগে বিজেপিকে আক্রমণ


















