TMC on Operation Sindoor: অপারেশন 'সিঁদুর' নিয়ে প্রচারে মোদি সরকারের টিমে অভিষেক
ABP Ananda Live: পাকিস্তানের পর্দাফাঁস করার জন্য়, ভারত সরকারের তরফে যে ৭টি দল তৈরি করা হয়েছে, তার একটিতে রয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূলের আপত্তির কারণে, বাদ পড়েছেন ইউসুফ পাঠান। আর এই ঘটনা পরম্পরার মধ্য়ে সেটিংয়ের গন্ধ পাচ্ছে সিপিএম-কংগ্রেস। কারণ, কংগ্রেস বলছে, দিন তিনেক আগে তো এর প্রায় উল্টোটা হয়েছে তাদের সঙ্গে! শুক্রবার মোদি সরকারের তরফে কংগ্রেসের কাছে চারটি নাম পাঠাতে বলা হয়। কংগ্রেস ৪টি নাম পাঠালেও দেখা যায়, তার মধ্য়ে আনন্দ শর্মা ছাড়া বাকি তিনটি নামই বাদ পড়েছে। বরং শশী তারুর সহ এমন কয়েকজন কংগ্রেস সাংসদের নাম প্রতিনিধি দলের তালিকায় রয়েছে, যে নামগুলো প্রস্তাবে দেয়নি কংগ্রেস। যদিও, বিজেপি-তৃণমূল এই সেটিং-এর অভিযোগ উড়িয়ে দিয়েছে।

















