Mahishadal News: জমি-বিবাদের জেরে ২টি পরিবারকে একঘরে করার ফরমান। Bangla News
জমি-বিবাদের জেরে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রঙ্গিবসান গ্রামে দুটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ উঠল গ্রামের পল্লি কমিটির মাতব্বরদের বিরুদ্ধে। ওই দুটি পরিবারের সঙ্গে সামাজিক যোগাযোগ রাখলে, আর্থিক জরিমানার ফরমান জারি করে গ্রামে পোস্টারও লাগানো হয়েছে। অভিযোগকারীদের দাবি, পল্লি কমিটির মাতব্বররা তৃণমূলের। অভিযোগকারীরা বিজেপি করায়, তাঁদের একঘরে করে রাখা হয়েছে। এমনকি, পোস্টার লাগিয়ে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, গ্রামে শীতলা পুজোর ভোগ, প্রসাদও ওই দুটি পরিবারকে দেওয়া যাবে না, কেউ সামাজিক যোগাযোগ রাখলে, অর্থদণ্ড হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পল্লি কমিটি। অভিযোগ অস্বীকার করেছেন পল্লি কমিটির সদস্য তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য। সুরাহা পেতে মহিষাদল থানার দ্বারস্থ হয়েছে ভুক্তভোগী দুই পরিবার।




















