Parliament News : সংসদ ভবনের মকরদ্বারে পৌঁছে গেলেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, খবর সূত্রের
ABP Ananda LIVE : সকাল সাড়ে ৬ টায় সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেদ!সংসদ ভবনের মকরদ্বারে পৌঁছে গেলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি, খবর সূত্রের।গাছে উঠে দেওয়াল টপকে তিনি সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন বলে অভিযোগ।রেলভবনের দিকের দেওয়াল টপকে তিনি ঢোকেন বলে সূত্রের খবর।শেষপর্যন্ত সংসদ ভবনের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যান ওই ব্যক্তি।আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও খবর...
'জয়েন্টের ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না..', হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দর নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফলপ্রকাশের জন্য বিচারপতি কৌশিক চন্দর তৈরি করে দেওয়া গাইডলাইনের উপরও স্থগিতাদেশ। এর ফলে জয়েন্টের ফলপ্রকাশে আর কোনও বাধা রইল না, দাবি আইনজীবীদের।আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, গত ৭ অগাস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ, তিনি যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হল। এবং তিনি জয়েন্ট এন্ট্রাস ফল প্রকাশ সংক্রান্ত গাইড লাইন বেধে দিয়েছিলেন, বা যে গাইড লাইন তৈরি করে দিয়েছিলেন, তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হল। ফলে আইনজীবীদের একাংশের মত হচ্ছে, এই নির্দেশের ফলে, জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ করার জন্য কার্যত, কোনও রকম বাধা রইল না।



















