Partha Chatterjee: ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে হল না জামিন-মামলার শুনানি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি । ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ সিবিআই আদালতে হল না জামিন-মামলার শুনানি । প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি বিশেষ আদালতে হোক, চাইছে ইডি । এক বিচারকের এজলাসেই শুনানি চায় ইডি
প্রাথমিক দুর্নীতি-মামলার শুনানি কোন আদালতে হবে, সিদ্ধান্ত হবে ২২ নভেম্বর । তারপর হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি
আরও খবর...
কলকাতার স্কুলে ট্যাবের টাকা উধাও, উত্তর দিনাজপুরে গ্রেফতার। জেলায় জেলায় 'তরুণের স্বপ্নের' কোটি কোটি টাকা গায়েব। ট্যাব কেলেঙ্কারিতে এবার কলকাতা পুলিশের জালে ২ প্রতারক। সরশুনার স্কুলের ৩১জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে। চোপড়া থেকে ২ জনকে গ্রেফতার করল সরশুনা থানার পুলিশ। এছাড়া, যাদবপুর ও কসবা থানাতেও ২টি স্কুলের তরফে অভিযোগ জমা পড়েছে। এই নিয়ে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া থেকে ৫জন গ্রেফতার।
এবার হাওড়াতেও ট্যাব কেলেঙ্কারির অভিযোগ। হাওড়ার ২৮টি স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। ১২০ জন স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের।