PM Modi : 'বাংলায় পাঁচ সঙ্কট' I কোন কোন সঙ্কটের কথা তুলে আক্রমণে প্রধানমন্ত্রী ?
ABP Ananda live: বক্ততার শুরুতে বাংলায় সম্বোধন প্রধানমন্ত্রীর । 'আজ এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে, তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন' । ওনার সম্মানে আমরা তিরঙ্গা পতাকা ওড়াব' । 'বিকশিত ভারত গড়ে তুলতে হলে, বাংলারও উন্নয়ন প্রয়োজন' বাংলাকেও নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে' । বাংলাকে ফের অতীত ভূমিকায় ফির আসতে হবে' । 'বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র'। 'বাংলা নিজের ঐতিহ্য বজায় রেখে দ্রুত এগিয়ে যাক' । 'বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি বিনিয়োগ করেছে কেন্দ্র' । কেন্দ্রের উদ্যোগেই কল্যাণী এইমস তৈরি হয়েছে' । 'নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি স্টেশনে পুনর্গঠন করা হয়েছে' 'ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে'। বললেন প্রধানমন্ত্রী। 'শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে' I'টিএমসি দুর্নীতিগ্রস্তরা গরীব পরিবারের ছেলে-মেয়েদের অন্ধকারে ঠেলে দিয়েছে' I'এটা শুধু কয়েক হাজার শিক্ষক নয়, এটা বাংলায় পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে' I'টিএমসির নেতারা এটা করেছে' I'এখনও এরা নিজেদের ভুল মানতে রাজি নয়, মুর্শিদাবাদ নিয়ে কোর্টকে দোষী বলে'I 'সরকারের দুর্নীতি চা বাগান বন্ধ হচ্ছে, শ্রমিকদের হাত থেকে কাজ চলে যাচ্ছে' I





















