Kasba Law College: কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় চার্জশিট
ABP Ananda LIVE: কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় চার্জশিট । ৫৮ দিনের মাথায় আলিপুর কোর্টে চার্জশিট পেশ পুলিশের । প্রাক্তন TMCP নেতা, কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র-সহ ৪ জনের নামে চার্জশিট । চার্জশিটে নাম প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ, পিনাকী বন্দ্যোপাধ্যায়ের । ৫৮ দিনের মাথায় ৬৫০ পাতার চার্জশিট । ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড । গণধর্ষণ, আটকে রাখা, অপহরণ, প্রাণনাশের হুমকি-সহ একাধিক ধারায় মামলা । কসবা গণধর্ষণকাণ্ডে তথ্যপ্রযুক্তি আইনের ধারাতেও মামলা । মোবাইলে অপরাধের ভিডিও তুলে মোছার চেষ্টার অভিযোগে মামলা
'চোখে মেরেছে, মাথার পিছনেও মেরেছে...', প্রতিক্রিয়া বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষকের
বেলঘরিয়ায় মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত শিক্ষক। রাস্তায় ফেলে আঁকার শিক্ষককে বেধড়ক মারধর । নিমতা থেকে গ্রেফতার তরুণী-সহ ৪। ধৃতদের মধ্যে দুজন নাবালক। বেলঘরিয়ার নন্দননগরে ঝিলপাড়ে বসে মদ খাচ্ছিলেন ৫ যুবক ও ১ তরুণী' । প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় মারধর, অভিযোগ শিক্ষকের । রাস্তায় ফেলে শিক্ষককে কিল-চড়-ঘুষি, CCTV ফুটেজে ধরা পড়েছে ছবি । নিমতা থেকে এসেছিলেন ওই তরুণী ও ৫ যুবক, পুলিশ সূত্রে খবর ধৃত তরুণীর নাম মন্দিরা মুখোপাধ্যায়, মামার বাড়ি নিমতায় । লখনউয়ে কাজ করেন মন্দিরা, কয়েকদিন আগে মামার বাড়িতে আসেন । অভয়, পাপাই, জয় নামে আরও ৩ যুবকের খোঁজ চালাচ্ছে পুলিশ


















