Durgapur News: BJP কর্মীকে TMC-র পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। ABP Ananda Live
ABP Ananda Live: দুর্গাপুরে (Durgapur) বিজেপি কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। তৃণমূলের ঝান্ডা না ধরায় হামলা, অভিযোগ বিজেপি কর্মীর। দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের। দিলীপ ঘোষ হারার পর থেকেই হামলা চালাচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। হেরে যাওয়ায় নাটক করছে বিজেপি, পাল্টা তৃণমূল।
অন্য়দিকে ভোটে হারতেই দিলীপ ঘোষকে নিশানা অশোক দিন্দার। ভোটে হারের পর 'কাঠি' মন্তব্যে দিলীপ ঘোষকে নিশানা বিজেপি বিধায়কের। 'কে কাঠিবাজি করেছে প্রমাণ দিন'। 'হারের পর কেন বলছেন, আগেই বলতে পারতেন লড়বেন না'। 'রাজ্য সভাপতি ছিলেন, বর্ধমানের সংগঠন তো হাতের তালুর মতো চেনা'। দিলীপ ঘোষকে নিশানা করে মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার।
পাশাপাশি, হারা আসনে প্রার্থী করা হয়েছিল। নেতৃত্ব ও নীতির জন্য় হেরেছেন। লোকসভা ভোটে হেরে দলের রাজ্য় নেতৃত্বকে নিশানা করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।