Mainaguri News: দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে পথ অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের | ABP Ananda LIVE
ABP Ananda live: রণক্ষেত্র ময়নাগুড়ি। দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ স্থানীয়দের। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ।
আরও খবর..
পাসপোর্ট জালিয়াতিতে পোস্ট অফিসের স্থায়ী-অস্থায়ী কর্মীদের ভূমিকা নজরে এসেছে! তদন্তকারীদের দাবি, প্রথমে যার পাসপোর্ট বানানো হবে, তার ভুয়ো পরিচয়পত্র এবং ভুয়ো শিক্ষাগত সার্টিফিকেট তৈরি করা হত। তার ভিত্তিতে যথাযথভাবে পাসপোর্টের আবেদন করা হত। সেই তথ্য় ভেরিফিকেশনের পর, তৈরি হত পাসপোর্ট। অর্থাৎ সব নথি ভুয়ো। তার ভিত্তিতে তৈরি হল আসল ভারতীয় পাসপোর্ট!
তারপর সেই পাসপোর্ট ডেলিভারির জন্য় পৌঁছোত সংশ্লিষ্ট পোস্ট অফিসে। পুলিশ সূত্রে দাবি, পোস্ট অফিসেই শুরু হত জালিয়াতির ফাইনাল এপিসোড। কারসাজি করে পাসপোর্টের খামের গায়ে সাঁটা হত ভুয়ো ঠিকানা, যার কোনও অস্তিত্ব নেই। ফলে শেষ অবধি ঠিকানা ডেলিভারি না হয়ে সেই খাম ফিরে আসত পোস্ট অফিসে। পোস্ট অফিসের যে কর্মীরা এই জালিয়াতি চক্রের অংশ, তারা এই খাম নিয়ে নিত। তারপর ২-৫ লক্ষ টাকার বিনিময়ে তা পৌঁছে দিত নির্দিষ্ট লোকের হাতে।