(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari: রাজভবনের পরিবর্তে রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসবেন শুভেন্দু?
ABP Ananda Live: ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন। অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করলেন শুভেন্দু অধিকারী। বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দুর আইনজীবীর। রাজভবনের পরিবর্তে রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে অবস্থানে বসতে চান শুভেন্দু। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি।
অন্য়দিকে, তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব সিবিআই-এর। তলব অনুযায়ী সিবিআই দফতরে পৌঁছলেন তাপস সাহা। দুঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরিয়ে যান তাপস সাহা। এসপি পদমর্যাদার এক অফিসারের নেতৃত্বে তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ । ২০২৩-এ টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বিধায়ককে তলব করা হয়। বিধায়কের কণ্ঠের নমুনা সংগ্রহ সিবিআইয়ের। একাধিক লোককে বিধায়ক টাকা নিয়ে চাকরি দিয়েছেন বলে অভিযোগ। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বেশ কিছু স্কুলে চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ। এই মামলায় আগেও তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাঁর বাড়িতে গিয়েও তল্লাশি চালিয়েছে সিবিআই