Presidency Jail: এবছরেই প্রেসিডেন্সি জেলও সরছে বারুইপুরে? তৈরি হচ্ছে হাই সিকিওরিটি রিজিওন
চলতি অর্থবর্ষেই প্রেসিডেন্সি সংশোধনাগার সরতে চলেছে বারুইপুরে। রাজ্যের কারা দফতর সূত্রে খবর, প্রায় ৮০ শতাংশ কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। সূত্রের খবর, বারুইপুরের সংশোধনাগারে আলাদা করে তৈরি হচ্ছে হাই সিকিওরিটি রিজিওন।
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া একাধিক হেভিওয়েটই এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। এই জেলে বর্তমানে ২ হাজারের কাছাকাছি বন্দি রয়েছেন। কারা দফতর সূত্রে খবর, ২০২৪-২৫ অর্থবর্ষেই সমপূর্ণভাবে বারুইপুরে স্থানান্তরিত হয়ে যাবে প্রেসিডেন্সি সংশোধনাগার।
আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পর এবার প্রেসিডেন্সি জেলও সরছে বারুইপুরে। ইতি পড়তে চলেছে ১৬০ বছরের ঐতিহ্যে। রাজ্যের কারা দফতর সূত্রে খবর, প্রায় ৮০ শতাংশ কাজই সম্পূর্ণ হয়ে গিয়েছে। ২০০ কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংশোধনাগারে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা। বারুইপুরে প্রেসিডেন্সি সংশোধনাগারে আলাদা করে তৈরি হচ্ছে হাই সিকিওরিটি রিজিওন। সূত্রের খবর, এই রিজিওনের সেলগুলিতে রাখা হবে দাগি আসামিদের।
![Half Marathon: হাফ-ম্যারাথন দিয়ে চলতি বছরের ‘সেভ ড্রাইভ সেফ লাইফ‘ কর্মসূচির সূচনা কলকাতা পুলিশের | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/c5220e9eab1aa7ea330f0b89dd6551381739156491841894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)