RG Kar News: দোষীদের কঠোরতম শাস্তি র দাবিতে অভয়া মঞ্চ মিছিল, পা মেলালেন চিকিৎসকের মা-বাবাও | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী বা দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। এই দাবিতে আজ কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল কলেজ পর্যন্ত মিছিল করল অভয়া মঞ্চ। মিছিলে পা মেলান নিহত চিকিৎসকের মা-বাবাও। অন্যদিকে, কলকাতার পাশাপাশি একাধিক জেলাতেও এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ
মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ। দাবি অনুযায়ী ১ লক্ষ টাকা না দেওয়ায় ব্য়বসায়ী এবং তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তির উঠেছে মহেশতলা। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডলের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। অন্য়দিকে এই হামলার অভিযোগের প্রেক্ষিতেই রাস্তা অবরোধ করেন স্থানীয়ার।
প্যানেলে একাধিক নাম, সিপিএমের জেলা কমিটি গঠনেও ভোটাভুটি! ৩দিনের সম্মেলনেও জেলা কমিটি গঠন করতে পারল না সিপিএম! চূড়ান্ত মতানৈক্য, অধরা সিপিএমের উঃ ২৪ পরগনা জেলা কমিটি গঠন! জেলা কমিটির সদস্য হওয়ার জন্য জমা পড়ল একাধিক নাম। আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমেই জেলা কমিটি গঠন: সূত্র



















