North Bengal Medical: দুর্নীতির অভিযোগে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল, অধ্যক্ষকে 'চোর চোর' স্লোগান। ABP Ananda Live
আরজি কর-কাণ্ডের মধ্যেই এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে উত্তেজনা। দুর্নীতির অভিযোগে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিক্যাল, অধ্যক্ষকে 'চোর চোর' স্লোগান। রোগী কল্যাণ কমিটির বৈঠক চলাকালীন অধ্যক্ষকে ঘেরাও। অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ শিক্ষক ও পড়ুয়াদের। কলেজের বিভিন্ন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। দীর্ঘদিন কলেজে কোনও ছাত্রসংসদ নির্বাচন হয়নি বলে অভিযোগ। বর্তমান ছাত্রসংসদ বাতিল করে অবিলম্বে নির্বাচনের দাবি ছাত্রদের।
'আর জি কর মেডিক্যালের অ্যাকাডেমিক ফান্ডের টাকা যেত সন্দীপ-ঘনিষ্ঠ ঠিকাদারদের পকেটে', আর্থিক অনিয়ম মামলায় আলিপুর আদালতে দাবি করল সিবিআই। 'সরকারি দফতরের স্ক্রুটিনি অগ্রাহ্য করে অ্যাকাডেমিক ফান্ডের টাকায় মেটানো হত ঠিকাদারদের বিল', এর আগে অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার নিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তোলেন আখতার আলি। সন্দীপের বিরুদ্ধে একই অভিযোগে টালা থানার দ্বারস্থ হয়েছিলেন আরও একজন। সেই সময় টালা থানা ক্লিনচিট দিয়েছিল সন্দীপ ঘোষকে।