এক্সপ্লোর
East Burdawan: পূর্ব বর্ধমানের ভাতারে ভরা সভায় ডাইনি অপবাদে দুই মহিলাকে 'হেনস্থা' ।Bangla News
পূর্ব বর্ধমানের ভাতারে ডাইনি অপবাদে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ। কুলচণ্ডা গ্রামের দুই মহিলার ঝাড়ফুঁকের জন্য এক যুবক অসুস্থ হয়ে পড়েছেন, এই অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ। পুলিশ সূত্রে খবর, এরপর ওঝা এসে বিধান দেন, ওই দুই মহিলা ডাইনি। শনিবার সন্ধ্যায় এ নিয়ে গ্রামে সভা বসে। সেই সভার পর দুই মহিলাকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ভাতার থানার পুলিশ তাঁদের উদ্ধার করে। গতকাল ভাতারের বিডিও এবং থানার ওসি গ্রামবাসীদের বুঝিয়ে অসুস্থ যুবককে হাসপাতালে ভর্তি করান।
আরও দেখুন






















