এক্সপ্লোর
Purba Bardhaman: লেলিহান আগুনের শিখার গ্রাসে দোকান, কীভাবে লাগল আগুন?
গ্যাস ওভেন সারানোর ব্যবসা। তার সঙ্গেই গ্য়াস বার্নার, সিলিন্ডারের রেগুলেটর সারানোর কাজও হতো দোকানে। তারই সঙ্গে ছিল চায়ের দোকানও। রমরমিয়ে চলত ব্যবসা। বুধবার সেখানেই ঘটে গেল অঘটন। হঠাৎ তীব্র বিস্ফোরণে কানে তালা লাগার জোগাড়। তার সঙ্গে লেলিহান শিখা গ্রাস করল গোটা দোকান। বুধবার বর্ধমান (Burdwan) শহরের বড়নীলপুর এলাকার ঘটনা।
আরও দেখুন






















