Suvendu Adhikari: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রামনবমীর মিছিল | ABP Ananda LIVE
Ramnabami: রামনবমী উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে পাঁচশোরও বেশি মিছিলের আয়োজন করছে হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagaran Mancha)। আলাদা মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ। বেশ কিছু মিছিলে থাকবেন রাজ্য বিজেপির নেতারা। নন্দীগ্রামে (Nandigram) শুভেনদু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে রামনবমীর মিছিল। নন্দীগ্রামবাজার থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত হয় মিছিল। বালুরঘাটে (Balurghat) রামনবমীর মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Suvendu Adhikari)। মধ্য হাওড়ার খুরুট রোড থেকে রামরাজাতলার রাম মন্দির পর্যন্ত তলোয়ার হাতে রাম নবমীর মিছিল হয় ।উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।হাওড়ায় খটিক সমাজের উদ্যোগেও বের হয় রামনবমীর সশস্ত্র মিছিল। হাতে গদা এবং তরোয়াল নিয়ে মিছিল করেন রাম ভক্তরা। হুগলির চুঁচুড়াতেও অস্ত্র হাতে মিছিল বের হয় বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে।এদিন রামনবমী উপলক্ষ্যে দিলীপ ঘোষের কর্মসূচি ছিল হাওড়া ও খড়গপুরে। এছাড়াও, রাহুল সিন্হা, অগ্নিমিত্রা পাল, শমীক ভট্টাচার্য-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন।