Remal Update: রেমালের 'টার্গেট' সুন্দরবন! ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলে কী হবে দ্বীপগুলির? ABP Ananda Live
২৬ মে মাঝ রাতে বাংলাদেশের খেপুপারা ও সাগরদ্বীপের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'রেমাল'। সুন্দরবনের (Sundarban) উপকূলে দক্ষিণ ২৪ পরগনায় ক্ষতির আশঙ্কা বেশি। ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির (Heavy Rain) আশঙ্কা। উপচে পড়তে পারে সমুদ্র, বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা। ল্যান্ডফলের (Cyclone Remal Landfall) সময় সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায়। আজকের মধ্যেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে 'রেমাল' শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Remal Landfall) হিসেবে প্রতি ঘন্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে ল্যান্ডফলের সম্ভাবনা। সুন্দরবন এলাকাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে রবিবার মাঝরাতে। শনিবার থেকে বৃষ্টি শুরু হবে, দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। সোমবার ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ২৪ পরগনা জেলায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া জেলায় ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত ঝোড়া হাওয়া বইতে পারে।