Remal Update: রেমাল-রোষে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা,নোনা জল ঢুকেছে চাষের জমিতে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজও রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কবার্তা নেই। তবে সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। তবে কমলা সতর্কতা জারি করা হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই তিন জেলায়। রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইবে। আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গে ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
দুর্যোগের মাঝেই সুখবর। দক্ষিণবঙ্গে কাটতে চলেছে রেমাল-দুর্ভোগ। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ড ফলের পর, তার শক্তিক্ষয় হয়েছে। ঘূর্ণিঝড় হয়ে এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব অভিমুখে। আর তার জেরেই উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ফাঁড়া কাটলেও, ভারী থেকে অতিভারী বৃষ্টির হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়। দার্জিলিং ও কালিম্পং-এ লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২৯ মে থেকে পয়লা জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।