RG Kar Case: ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে
RG Kar Case: আর জি কর কাণ্ডে সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবিই মানল সরকার। আর জি কর-কাণ্ডে টাকা দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই ডিসি নর্থ অভিষেক গুপ্তকেও সরিয়ে দিচ্ছে সরকার। জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষপর্যন্ত আন্দোলনকারীদের অধিকাংশই দাবিই মানল সরকার। ডাক্তারদের দাবিতেই মান্যতা, সরানো হচ্ছে পুলিশ কমিশনারকে। খবর আসতেই ঢাক, উলু, শঙ্খধ্বনিতে উৎসবে ফিরল ধর্না মঞ্চ। সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে সরাচ্ছে সরকার। আরও রদবদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর। এখনও স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় আন্দোলনকারীরা।
২ আইপিএস, ২ স্বাস্থ্য কর্তাকে সরিয়ে দিল সরকার। আন্দোলনের বড় জয় দেখছেন আন্দোলনকারীরা। ৫ ঘণ্টার বৈঠক। ৪ দফা দাবি মানার পরে কর্মবিরতি প্রত্যাহারের আবেদন মুখ্যমন্ত্রীর। নির্দেশ কার্যকরের পরেই সিদ্ধান্ত, ঘোষণা আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টে শুনানির আগের রাতে নাটকীয় মোড়। কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠক। সরানো হচ্ছে ৪ পুলিশ, স্বাস্থ্য কর্তাকে। বৃহত্তর ষড়যন্ত্রে আর কারা? ডাক্তারের ধর্ষণ-খুনে নতুন ক্লু? কী থাকবে সিবিআইয়ের দ্বিতীয় স্টেটাস রিপোর্টে? গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টে। সিবিআইয়ের হাতে গ্রেফতারি টালা থানার ওসি। পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে সার্ভে পার্কের বাড়িতে হাজির কলকাতা পুলিশ। আর জি করের বৃহত্তর ষড়যন্ত্রে কার কী ভূমিকা? প্রাক্তন অধ্যক্ষের মুখোমুখি বসিয়ে টালা থানার ওসিকে জেরা সিবিআইয়ের। জিডির কপি নিয়ে গেল পুলিশ। ABP Ananda LIVE



















