(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Doctor Death Case: আর জি কর-কাণ্ডের আঁচ আইএমএ-রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের আঁচ আইএমএ-রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে । ডাক্তারদের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি, হাতাহাতির পরিস্থিতি, গো ব্যাক স্লোগান । বৈঠক থেকে বের করে দেওয়ার অভিযোগ তাপস চক্রবর্তী, জয়া মজুমদার ও প্রিয়ঙ্কা রানাকে । হাতজোড় করে বৈঠক থেকে বেরিয়ে যেতে বললেন আইএমএ-র রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক শান্তনু সেন । বিরুপাক্ষ বিশ্বাস, অভীক দে-কে কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না? প্রশ্ন তোলেন আইএমএ কলকাতা শাখার সদস্য অসীম সরকার । বৈঠকে আইএমএ জলপাইগুড়ি শাখা ও আইএমএ কলকাতা শাখা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত । অনুমোদনের জন্য দিল্লিতে হেড কোয়ার্টারে আবেদন করা হবে, সিদ্ধান্ত বৈঠকে।
আইএমএ কলকাতা শাখার সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস। আইএমএ কলকাতা শাখার সভাপতি এবং আইএমএ রাজ্য শাখাকে ই-মেল পাঠিয়ে পদত্যাগ, জানালেন কৌশিক বিশ্বাস। 'পদত্যাগের নেপথ্যে রয়েছে আর জি করকাণ্ডে আইএমএ কলকাতা শাখার নিষ্ক্রিয়তা। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আইএমএ কলকাতা শাখার সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়নি। আইএমএ হেডকোয়ার্টারের নির্দেশের পরে সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়', অভিযোগ কৌশিক বিশ্বাসের