RG Kar Doctor Death: চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর
ABP Ananda LIVE: চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন স্বাস্থ্য দফতরের। বিভিন্ন মেডিক্যাল কলেজে হুমকি, বেনিয়ম, হুমকির সংস্কৃতি তৈরি সহ ডাক্তারি পরীক্ষায় কারচুপির অভিযোগ। তদন্ত কমিটিতে NRS , ডায়মন্ডহারবার ও আরামবাগ মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ও SSKM-এর ডিন।
মুখ্যসচিবের এই চিঠি পেয়ে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। এর পর মুখ্যসচিবকে পাল্টা চিঠি দেওয়া হয়। চিঠিতে তাঁরা জানান, ৩০ জনের প্রতিনিধি দল নিয়েই নবান্ন যাওয়া হবে। আলোচনা হবে পাঁচ দফা দাবি নিয়েই। বৈঠকের লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। নবান্নে পৌঁছে কী পরিস্থিতি হয়, সেই মতো পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানানো হয়েছে।
জুনিয়র ডাক্তারদের তরফে এদিমন সাংবাদিক বৈঠকে অনিকেত মাহাত বলেন, "আপনারা জানেন, মুখ্যসচিবের তরফ থেকে আমাদের আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, তা পড়ে দেখেছি আমরা। সেই মতো নিজেদের অবস্থান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী আমাদের সঙঅগে বসতে চান। কিন্তু শর্ত রেখেছেন ওঁরা। আমরা মনে করি, রাজ্য সরকারের তরফে যে সদর্থক বার্তা এসেছিল, তাকে স্বাগত জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। ৪.৪৫-এর মধ্যে যেতে বলেছেন। বাস রেডি করছি। অতি দ্রুত সেই উদ্দেশে বেরোব। আমদের যা বলার মেল করে দিয়েছি। আমরা অবশ্যই যাব, কিন্তু, আমাদের যা অবস্থান ছিল, তা থাকছে।"
অনিকেত জানিয়েছেন, ৩০ জনই যাবেন তাঁরা। লাইভ সম্প্রচারের দাবিতেও অনড় তাঁরা। তিনি বলেন, "আমার বলেছি, ২৬টি মেডিক্যাল কলেজের প্রতিনিধি রয়েছেন, তাই ৩০-এর কম জন যাওয়া সম্ভব নয়। লাইভ সম্প্রচার মাননীয়া মুখ্যমন্ত্রীর দেখানোই পথ। খোলা মনে আলোচনার পথ এটাই। মুখ্যমন্ত্রীর জেলাস্তরের বৈঠকও লাইভ হয়। সেক্ষেত্রে জনমত থেকে উঠে আসা দাবি নিয়ে বৈঠক লাইভ হলে আপত্তি কেন? কী লুকনোর আছে? আশাকরি রাজ্য প্রশাসন এটা বিবেচনা করে দেখবে।" জেলায় যাঁরা আন্দোলন করছে, লাইভ সম্প্রচার হলে, তাঁরাও দেখতে পারবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।