(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar: কুণালের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কড়া প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-র
ABP Ananda Live: কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কড়া প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর । 'সিনিয়র-জুনিয়র চিকিৎসক ও জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি'। 'তিনি এমন একজনের সঙ্গে বৈঠক করেছেন, যিনি প্রতিনিয়ত আন্দোলনকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন'। 'আমরা মনে করি নারায়ণবাবু আন্দোলনের পরিপন্থী ভূমিকা পালন করেছেন'। 'তাঁর এই আচরণকে আমরা সমর্থন করছি না'। বিবৃতি দিয়ে পোস্ট জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর।
৪৮ ঘণ্টার ডেডলাইন পার, ডাক্তারদের দাবিতে সাড়া দেয়নি কলকাতা পুরসভা। পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। পুর কর্তৃপক্ষ দাবি না মানায় এবার প্রতীকী অনশনে যোগ দেবেন পুরসভার ডাক্তাররাও। 'প্রতীকী অনশনকারী' ব্যাজ পরেই ধর্মতলার মঞ্চে যাবেন পুরসভার ডাক্তাররা। তপোব্রত রায়কে আইনি সাহায্য করারও সিদ্ধান্ত।