RG Kar News: ডাক্তারদের পাশে প্রথম দিন থেকেই আছি। তাঁদের দাবিগুলো তো অন্যায্য কোনও দাবি নয়: বিদীপ্তা
ABP Ananda Live: 'ডাক্তারদের পাশে প্রথম দিন থেকেই আছি। তাঁদের দাবিগুলো তো অন্যায্য কোনও দাবি নয়। আজকে সারা রাজ্যের মানুষ সারা দেশের মানুষ সবাই বিভিন্নরকমভাবে নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছে। তাহলেই বুঝতে হবে যে জুনিয়র ডাক্তারদের দাবি অন্যায্য কিছু নয় তাহলে এত মানুষের সাড়া পাওয়া যেত না। তাঁরা নিঃস্বার্থভাবে সমাজ সংস্কারের জন্য, পরের প্রজন্মের সুরক্ষার কথা ভেবে এরা সবাই যে পদক্ষেপটা নিয়েছে তাতে প্রথম দিন থেকেই আছি', বললেন বিদীপ্তা চক্রবর্তী।
দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। কলকাতায় নাট্যচর্চার ধাত্রীভূমি অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে আজ সকাল থেকে দ্রোহের সংস্কৃতি উদ্যাপন শুরু। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল পর্যন্ত। এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে হবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক।
বাদ যাবে না সিনেমাও। রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা, সেখানে অভিনয় কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।