RG Kar: বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি, ত্রাণও বিলি করলেন জুনিয়র ডাক্তাররা
ABP Ananda LIVE: প্লাবিত কেশপুরে আজ যাচ্ছেন আর জি কর মেডিক্যাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। সেখানে বন্যা দুর্গত মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি, ত্রাণও বিলি করবেন তাঁরা।
টানা ৪২ দিনের আন্দোলন শেষে আজ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি কর মেডিক্যালে জরুরি বিভাগে সকাল থেকে কাজ শুরু করেছেন তাঁরা। এদিন সকাল ৮টা থেকে জরুরি পরিষেবা শুরু করেন আরজি করের জুনিয়র ডাক্তাররা। আইসি, আইটিইউ-তে তাঁরা কাজ যোগ দিয়েছেন। অন্যদিকে, OPD-তে বসছেন সিনিয়র ডাক্তাররা। এখনই সেখানে কাজে যোগ দিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। ট্রমা কেয়ারও অ্যাটেন্ড করছেন তাঁরা। আগামী ২৭ সেপ্টেম্বর রয়েছে আরজি মামলার পরবর্তী শুনানি। এরমধ্যে তাঁরা তাঁদের নিরাপত্তার বিষয়গুলি মিটিয়ে দেওয়ার আবেদন রাজ্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই পরিস্থিতিতে আংশিক পরিষেবা শুরু করেছেন তাঁরা। সমস্যার সমাধান না হলে পুনরায় কর্মবিরতি চালু করতে পারেন।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)