RG Kar: হাসপাতালে দুর্বৃত্তদের কাণ্ডকারখানা নিয়মিত চলছিল সেটা আমরা কেউ জানতে পারলাম না:মীরাতুন নাহার
ABP Ananda LIVE: 'সমাজ মাধ্যামে নানান ধরনের চিত্র, তথ্য প্রমাণ ইত্যাদি, একটা প্রচেষ্টা চলছে সেগুলো দেখানো হচ্ছে, মানুষের কাছে তুলে ধরা হচ্ছে। আজকে যেটা কাতারে কাতারে মানুষ সেই দিন ঢুকেছে বলা হচ্ছে, এটা আমরা এতদিন বাদে আমরা দেখতে পারছি, জানতে পারছি। কিন্তু ব্যাপারটা যেখানে গিয়ে আটকে যাচ্ছে সেটা হল, একটা হাসপাতাল যেখানো মানুষ প্রাণ বাঁচানোর জন্য যায়, চিকিৎসকের আশ্রয় নেয়। এই হাসপাতালটি অতি প্রসিদ্ধ একটি হাসপাতাল। সেই হাসপাতালে দুবৃত্তদের কাণ্ডকারখানা নিয়মিত চলছিল সেটা আমরা কেউ জানতে পারলাম না, ডাক্তাররাও কেউ জানালেন না', মন্তব্য মীরাতুন নাহারের।
'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনও সংগঠনের কথা আগে শুনিনি'। 'শুরু থেকে বলা হচ্ছে এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক'। 'বলা হচ্ছে এটা ছাত্র আন্দোলন, অথচ পরীক্ষার দিন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে'। 'সংগঠকদের একজন গতকাল শহরের পাঁচতারা হোটেলে এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন'। 'মহিলা ও পড়ুয়াদের সামনে রেখে পিছন থেকে অশান্তি-হিংসার চক্রান্ত করা হচ্ছে'। 'নেপথ্যে যাঁরা আছেন, তাঁরা হয়ত ঘটনাস্থলে থাকবেন না, কিন্তু উস্কানি দেবেন'। 'তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পুলিশ'। 'কাল NTA-এর পরীক্ষা রয়েছে'। 'পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, পুলিশ সেই চেষ্টা করবে'। 'কালকের নবান্ন অভিযানের নেপথ্যে রয়েছে দুষ্কৃতীরা, তথ্য আছে পুলিশের কাছে'। 'অশান্তির ছক কষছে দুষ্কৃতীরা'। 'নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন'।