New Alipore News: RG কর কাণ্ডের মধ্যেই নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে ছাত্রীকে 'হেনস্থা'। নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ। 'গাড়ি নিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধাওয়া, পথ আটকে উত্যক্ত'। গাড়ি দিয়ে রাস্তা আটকে ছাত্রীর ফোন নম্বর চাওয়ার অভিযোগ । হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষ গ্রেফতার। 'নাগাড়ে উত্যক্ত করার পরে কোনওমতে পালিয়ে যায় ছাত্রী'। সিসি ফুটেজে লাল গাড়ির ছবি দেখে প্রলয় ঘোষ গ্রেফতার । শুক্রবার সকালে 'হেনস্থা', রাতে অভিযোগ, আজ গ্রেফতার। শ্লীলতাহানি, অনুসরণ করে যৌন হেনস্থা, পকসো মামলায় FIR।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।