(Source: ECI/ABP News/ABP Majha)
Sagar Dutta Medical: সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি
ABP Ananda:সাগর দত্ত হাসপাতালে শুরু হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি।এই পরিস্থিতিতে তড়িঘড়ি ডাকা হল কলেজ কাউন্সিলের বৈঠক।বৈঠকে উপস্থিত আছেন জুনিয়র ডাক্তাররাওগতকালের ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন।নিরাপত্তা দিতে সংস্থার কর্মীরা ব্যর্থ হয়েছে বলেই মনে করছে কর্তৃপক্ষ।নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থাকে সরিয়ে দেওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা।জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী কর্তৃপক্ষ।
আরওখবর:রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডব! সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ। প্রতিবাদে কর্মবিরতির ডাক সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তারদের। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল কলেজে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ রোগীর পরিজনদের। গাফিলতির অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের।
আরওখবর:যাদবপুর-ডায়মন্ড হারবার TMCP-র সহ সভানেত্রী রাজন্যা হালদার সাসপেন্ড। সাসপেন্ড রাজন্যার স্বামী TMCP-র রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী। প্রান্তিকের পরিচালনায় আর জি কর-কাণ্ডের পটভূমিতে 'আগমনী' নামে শর্ট ফিল্ম। প্রান্তিকের পরিচালনায় 'আগমনী' শর্ট ফিল্মে অভিনেত্রী রাজন্যা হালদার। মহালয়ায় শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক।