RG Kar Live: 'অনেক কিছু লুকানো হয়েছে',সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ তুষার মেহতার। ABP Ananda Live
RG Kar News: আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি শুরু হয়েছে । শুরুতেই মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দিল সিবিআই। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় ১ মাস পার হয়েছে। সোমবারই শীর্ষ আদালতে এই মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । রিপোর্টে দাবি, ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে। গত শুনানিতে শীর্ষ আদালত আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানায়। তারপরও আন্দোলনে অনড় তাঁরা। চলছে কর্মবিরতি। যদিও চলছে এমার্জেন্সি পরিষেবা। কাজ করছেন সিনিয়র ডাক্তাররা। তা সত্ত্বেও ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে বলে দাবি রাজ্যের রিপোর্টে। এ-সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেটা ফাইল করা হয়নি, তার কপি তাঁরা পাননি। 'রাজ্য আদালতে যেটা দিয়েছে সেটা আমাদেরও দেওয়া হোক, লুকোবার কিছু নেই। এমনিতেই অনেক কিছু লুকানো হয়েছে, অভিযোগ তুষার মেহতার।