RG Kar Medical College: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে চূড়ান্ত ভোগান্তি রোগী ও পরিজনেদের
ABP Ananda Live: মহিলা চিকিৎসককে নৃশংস খুনের প্রতিবাদ-আন্দোলনের রূপরেখা নিয়ে RG কর মেডিক্যালে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে গন্ডগোল। ভেস্তে গেল বৈঠক। RG কর নয়, আজ বৈঠক হবে NRS মেডিক্যাল কলেজ বা কলকাতা মেডিক্যাল কলেজে, সিদ্ধান্ত নিয়েছেন অন্য মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অভিযোগ, গতকালের বৈঠকে RG করের অধ্যক্ষের পদত্যাগের দাবি ওঠার পর আপত্তি জানান ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ। হলের আলো নিভিয়ে দেওয়া হয়। এরপরই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন অন্য মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এর প্রেক্ষিতেই নিরপেক্ষ জায়গায় বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, মহিলা চিকিৎসককে নৃশংস খুনের প্রতিবাদে আজ RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে। একই ছবি NRS মেডিক্যাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজেও। কল্যাণী JNM হাসপাতালেও নোটিস দিয়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কথা জানানো হয়েছে।