Kolkata Police: দুষ্কৃতী তাণ্ডবের মোকাবিলা করতে না পেরে কি ব্যর্থতা মানলেন পুলিশ কমিশনার?
ABP Ananda Live: যদি মনে করেন, আমাদের ফেলিওর অফ অ্যাসেসমেন্ট ছিল, তাহলে তাই। আর জি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের মোকাবিলা করতে না পেরে এবার কি ব্যর্থতা মেনে নিলেন কলকাতার পুলিশ কমিশনার? একই সঙ্গে বিনীত গোয়েল বললেন, আরজি কর মেডিক্যালের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, তা ভাবতে পারেননি।
আর জি কর হাসপাতালে দুষকৃতী তাণ্ডবের ঘটনায়, বড়সড় প্রশ্ন উঠে গেছে পুলিশের ভূমিকা নিয়ে। শুক্রবার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই প্রেক্ষাপটে এদিন কলকাতার পুলিশ কমিশনারের মুখে শোনা গেল এই মন্তব্য়। যা নিয়ে পাল্টা সুর চড়াতে দেরি করেননি আন্দোলনকারী চিকিৎসকরা।
ব্য়র্থতা 'মানলেন' পুলিশ কমিশনার ইস্তফা চাইল আন্দোলনকারীরা। শুক্রবার সাংবাদিক বৈঠক করে, বুধবার রাতে আর জি কর হাসপাতালের গেটের কাছের এই ছবি দেখান পুলিশ কমিশনার বিনীত গোয়েল।