Sare 7 Tay Saradin : সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে যাচ্ছে CBI
ABP Ananda LIVE : সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাইকোর্টে যাচ্ছে CBI। শিয়ালদা কোর্টের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ চ্যালেঞ্জ। কালই আদালতে আবেদন। আর জি করকাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্যও। মৃতের পরিবারকে না জানিয়েই মামলা। গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন CBI-এর। পরিবারকে ছাড়া কি বিচার সম্ভব? প্রশ্ন বিচারপতিরর। সুপ্রিম কোর্টে ফের পিছিলে গেল আর জি কর মামলার শুনানি। ২৯ জানুয়ারি শুনানি, জানিয়ে দিল প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। হাইকোর্টে ফের ধাক্কা পুলিশের। আসফাকুল্লা নাইয়ারর বিরুদ্ধে তদন্তে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ। প্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি? প্রশ্ন বিচারপতির। PGT হয়েও ENT বিশেষজ্ঞ বলে দাবি। সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে আসফাকুল্লার বিরুদ্ধে অভিযোগ। একটা অভিযোগ পেলাম, আর গবেষণা শুরু হয়ে গেল। প্রমাণ কোথায়? প্রশ্ন হাইকোর্টের। অভিভাবক হয়ে রাজ্যই যদি ক্ষমতা প্রদর্শন করে, সাধারণ মানুষ যাবে কোথায়? আসফাকুল্লা-মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। আসানসোলে আইনমন্ত্রীর বাড়ি-অফিসে হামলা! মলয় ঘটকের অফিসে ঢুকে ভাঙচুর। কেন হামলা? অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ। বাঘাযতীন, কামারহাটির পর ট্যাংরা, ফের বহুতলে বিপত্তি! নির্মীয়মাণ বহুতলের গায়ে হেলে পড়ল বহুতল। অবিলম্বে ভাঙার নির্দেশ পুরসভার। ট্যাংরায় হেলে পড়া বহুতল খালি করতে মাইকে ঘোষণা পুলিশের। মাথায় হাত বাসিন্দাদের। ক্রিস্টোফার রোডে মাত্র ৪ বছর আগে তৈরি ৬ তলা বহুতল। কীভাবে বিপত্তি? তৃণমূল শিক্ষা সেলে রদবদল নিয়ে সরব একাধিক শিক্ষক নেতা। নেত্রীর অনুমোদনেই কমিটি পুনর্গঠন, দাবি ব্রাত্যর। বাঁকুড়া প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বদল। দায়িত্বে শ্যামল সাঁতরা। বামপন্থীদের দাপট কমল, বললেন অরূপ। সহযোগিতা করে অব্যাহতির জন্য ধন্যবাদ, প্রতিক্রিয়া বিদায়ী চেয়ারপার্সনের। বাইপাস অপারেশনের সময় রোগীর বুকের ভিতরে গজ! মেডিকা হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের। নির্দেশিকা দেখে প্রতিক্রিয়া, জানাল মেডিকা কর্তৃপক্ষ। জাল নথি দিয়ে, ভোল বদলে বাংলাদেশি থেকে ভারতীয় নাগরিক। ভুয়ো পরিচয় দিয়েই পেয়েছিল পাসপোর্ট। ভিসার আবেদনের সময় জালিয়াতির পর্দাফাঁস। মধ্যমগ্রামে পাকড়াও অনুপ্রবেশকারী।



















