RG Kar News: 'RG কর মেডিক্যাল কলেজে সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে',দাবি জাতীয় মহিলা কমিশনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: RG কর মেডিক্যাল কলেজে হঠাৎ সংস্কারের নামে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, দাবি করল জাতীয় মহিলা কমিশন । NCW-র দুই সদস্যের তদন্ত কমিটির দাবি, হাসপাতালে মহিলা চিকিৎসক, নার্স, ইন্টার্নদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল না । এমনকী, ন্যূনতম পরিকাঠামোর ব্যবস্থাও নেই বলে জাতীয় মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে উল্লেখ রিপোর্টে পুলিশের ভূমিকা এবং RG কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে । জাতীয় মহিলা কমিশনের তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ, ঘটনাস্থল অবিলম্বে সিল করা উচিত ছিল পুলিশের।
আর জি কর মেডিক্যালে পৌঁছল সিবিআই। গতকালও হাসপাতালে এসেছিল সিবিআই-এর টিম। আর জি কর মেডিক্যালে গতকাল এসে ৬ ঘণ্টা তদন্ত চালায় সিবিআই।আজ থ্রি ডি স্ক্যানার নিয়ে তদন্তে এসেছে সিবিআই-এর টিম। হাসপাতালের সেমিনার রুমে ঢুকে তদন্ত চালাবে সিবিআই।
আর জি কর মেডিক্যাল কলেজে নতুন বিতর্ক। যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ পাওয়া গিয়েছিল, ঠিক তার উল্টোদিকে বিশ্রামের ঘর তৈরির জন্য় শুরু হয়েছে সংস্কার। তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল SFI ও DYFI. বিষয়টি তাঁর জানা ছিল না। পুলিশকে বলেছেন। জানালেন সদ্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ।আরজি কর মেডিক্যাল কলেজে, কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার কিনারা এখনও হয়নি।মঙ্গলবার সবে সিবিআই-কে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট।তার মধ্যেই মাথাচাড়া দিল নতুন বিতর্ক।