RG Kar News: 'উনি চান এখানে বসে মরে যাক', কল্যাণের বক্তব্যের পাল্টা সুর চড়ালেন জুনিয়র চিকিৎসকরা।
RG Kar Update: ফের জুনিয়র ডাক্তারদের নিশানা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। 'আগে শুনেছি অনশন আমরণ, এখন তো হসপিটালাইজেশন', কটাক্ষ কল্যাণের। 'সকালে অনশনে বসে রাতে হাসপাতালে চলে গেল, কোনও দমই নেই', জুনিয়র ডাক্তারদের কটাক্ষ কল্যাণের। 'আমরা কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে অনশন করছি না', ক্ষোভে ফুঁসছেন জুনিয়র চিকিৎসকরা। আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর হতাশ সিনিয়র চিকিৎসকদের সংগঠনগুলি। পাল্টা জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের অনুরোধ মুখ্যসচিবের। 'উনি চান এখানে বসে মরে যাক', কল্যাণের বক্তব্যের পাল্টা সুর চড়ালেন জুনিয়র চিকিৎসকরা। কাল সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক । ১২ ঘণ্টার অনশনের ডাক IMA হেডকোয়ার্টার জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের। কাল সকাল ৬ থেকে সন্ধে ৬ পর্যন্ত প্রতীকী অনশনের ডাক। আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে কর্মসূচির ডাক। কাল দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনের ডাক। ABP Ananda Live