RG Kar News: 'অপরাধের জায়গা সুরক্ষিত করা হল রাত ১১.৩০ মিনিটে?' রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কর্মবিরতি করার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না' । আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতির । কাজে যোগ দিন, আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টের । প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে, জানাল সর্বোচ্চ আদালত । 'আর জি কর মেডিক্যালের হস্টেলে জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নদের হুমকি দেওয়া হচ্ছে' । শুনানিতে অভিযোগ চিকিৎসকদের আইনজীবীর । নাম দিন, CISF-কে বলে ব্যবস্থা নেব, জানালেন সলিসিটর জেনারেল । চিকিৎসকদের ৩৬ ঘণ্টা টানা ডিউটি নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধান বিচারপতির
সিবিআই জানতই না, অভিযুক্তর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে, সওয়াল সলিসিটর জেনারেলের । 'কিছুই পরিবর্তন করা হয়নি, সবটাই ভিডিওগ্রাফি হয়েছে' । পাল্টা সওয়াল রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের । আর জি কর কাণ্ডের তদন্তে টালা থানার ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের । 'সন্ধে সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত হয়েছে'
'তাহলে রাত সাড়ে ১১টার সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন রুজু করল পুলিশ?' । 'অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজুর আগেই ময়নাতদন্ত হয়ে গেল!' । রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
এই মামলায় রাজ্য যা করেছে, তা আমি ৩০ বছরে দেখিনি, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার । 'সকাল ১০.৩০টাতে অভিযোগ নথিবদ্ধ করা হয়েছিল এটা কি সত্যি?' । আর জি কর হাসপাতালের সহকারী সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন সুপ্রিম কোর্টের