RG Kar news: নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক, সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ বিজেপি রাজ্য সভাপতির।
সরিয়ে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে। আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন। ঘটনার জেরে আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়।