RG Kar News: অভয়াকাণ্ডের প্রতিবাদে পানিহাটিতে মিছিল সুকান্তর
ABP Ananda Live: পানিহাটি পুরসভার নবনিযুক্ত চেয়ারম্যান সোমনাথ দে-র বিরুদ্ধে আর জি করে নিহত চিকিৎসকের দেহ লোপাটের অভিযোগে মিছিল বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বিজেপির।
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের
হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। 'মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা', এটা কেবল ব্যর্থতা নয় - এটি অপরাধমূলক অবহেলা!' 'বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
