RG Kar Doctors : আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত ২ জুনিয়র চিকিৎসককে জোড়া থানায় তলব
ABP Ananda LIVE : ১০ মাস আগের মামলায় জোড়া থানায় হাজিরা দিলেন আর জি কর আন্দোলনের সঙ্গে যুক্ত দুই জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায় ও ঋতব্রত ঘোষ। হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায়।বউবাজার থানায় হাজির দিলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইন্টার্ন ঋতব্রত ঘোষ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুই সিনিয়র চিকিৎসক কৌশিক চাকি, অভীক কারক ও এক জুনিয়র চিকিৎসক অরিন্দম ঘোষকে তলব করেছে পুলিশ। গত বছর ৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্য়ে আটটি পৃথক মামলা রুজু করে হেয়ার স্ট্রিট ও বৌবাজার থানার পুলিশ। ১০ মাস পর সেই মামলার দুই জুনিয়র চিকিৎসককে তলব করে পুলিশ। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন, পুলিশের প্রতিহিংসামূলক পদক্ষেপ। সেই জায়গা থেকে আমরা বিক্ষোভও প্রদর্শনও করছি থানার বাইরে। আন্দোলনকে দমাতেই পুলিশের তলব, এমনটাই অভিযোগ করেছেন আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। তৃণমূল অবশ্য় বলছে, পুলিশ নিয়ম মেনেই তদন্ত করছে।

















