![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RG Kar News: পুলিশ মার খেয়েছে, এতেই বোঝা যায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ:কলকাতা হাইকোর্ট
ABP Ananda LIVE: 'পুলিশ মার খেয়েছে, এতেই বোঝা যায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ। পুলিশ নিজেদের রক্ষা করতে পারেনি, এটা প্রশাসনের ব্যর্থতা। একশো জনের জমায়েত পুলিশ জানতে পারে, আর সাত হাজার এল, জানতে পারলেন না! আর জি কর হাসপাতালে তাণ্ডব নিয়ে এভাবেই পুলিশ-প্রশাসনকে তুলোধনা করল কলকাতা হাইকোর্ট। কেন ওই এলাকার নিরাপত্তা আগেই থেকে সুনিশ্চিত করা হল না, তা নিয়েও প্রশ্ন তুলে, ক্ষুব্ধ
প্রধান বিচারপতির বেঞ্চ বলল, 'আমরা হাসপাতাল বন্ধ করে দিচ্ছি, রোগীদের অন্যত্র ভর্তি করে দিচ্ছি, সেটাই ভাল হবে।'
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের
![Terrorist News:খাগড়াগড়কাণ্ডে জড়িত জঙ্গিরাই কি মদত দিচ্ছে আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের?চাঞ্চল্যকর তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/02/7c3352d8d3cc6f6513e6f607a31f517d1735792295416535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)