RG Kar Student Death Protest: সেমিনার রুমের ভাইরাল ভিডিও কী কী প্রশ্ন তুুলল?
ABP Ananda Live: নবান্ন অভিযানে অশান্তি হবে, দাবি তৃণমূলের। দাবির সপক্ষে তারা ভিডিও প্রকাশ করেছে। অভিযানের নামে উস্কানি দেওয়ার অভিযোগে, ঘাটালের ২ বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ।
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে।
'আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মৃতদেহ সৎকারে এত তাড়াহুড়ো কেন?' প্রশ্ন তুলে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ খারিজ করে নির্মল ঘোষের পাল্টা দাবি, নিয়ম মেনেই হয়েছে মৃতদেহ সৎকার। সেদিন কীভাবে হয়েছিল সৎকার, জানিয়েছেন পানিহাটি শ্মশানের ২ কর্মী।