RG Kar Student Death: আজই কি আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট? ABP Ananda Live
ABP Ananda Live: আজই কি আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট? CGO থেকে প্রেসিডেন্সি জেলে CBI । প্রেসিডেন্সি জেলেই রয়েছে আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। সন্দীপ ঘোষ সহ বাকি ৬ জনেরও পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু।
আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়, সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ার, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ৪ জন চিকিৎসক - সহ মোট ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু, কীভাবে করা হয় এই পলিগ্রাফ টেস্ট? কী বলছেন বিশেষজ্ঞরা।
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম নিয়ে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির করা ১৫টি অভিযোগ খতিয়ে দেখছে সিবিআই। এর মধ্যে রয়েছে, সরকারি অর্থের অপচয়ের অভিযোগ। স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়া সরকারি সম্পত্তি বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়ার অভিযোগ। খাবারের স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্সের মতো জায়গা টেন্ডার না ডেকেই বণ্টন করার অভিযোগ। হাসপাতালে কাজের টেন্ডার দেওয়ায় স্বজনপোষণের অভিযোগ। কোটি কোটি টাকার টেন্ডার নির্দিষ্ট কয়েকজনকে দেওয়া, এই তালিকায় অযোগ্যরাও আছেন বলে অভিযোগ। হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে ২০ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগ।