RG Kar Update: আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল
ABP Ananda Live: ধর্মতলায় আমরণ অনশনের মধ্যেই ১০ দফা দাবিতে মহামিছিলে ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল থেকে এসএসকেএম-পঞ্চমীর বিকেলে ধর্মতলা চলো। যানজটের আশঙ্কায় রাজপথে মিছিলে আপত্তি পুলিশের। রাস্তা বন্ধ না করেই একধার দিয়ে মিছিলে সম্মতি মেলার দাবি ডাক্তারদের। আর জি কর-কাণ্ডের চার্জশিটে কেন শুধু একজনের নাম? মহামিছিলের পর এবার ষষ্ঠীতে সিবিআই দফতর অভিযানের ডাক ডাক্তার-নার্সদের ৩টি সংগঠনের। প্রায় ৩দিনে অনশনে জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়ে আর জি কর মেডিক্যালের ৪০ সিনিয়র ডাক্তার-অধ্যাপকের ইস্তফা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি। জুনিয়রদের পাশে দাঁড়িয়ে চাপ বাড়ালেন সিনিয়র ডাক্তাররাও। গণইস্তফার হুঁশিয়ারিতে কলকাতা মেডিক্যাল, এসএসকেএমে সরকারকে ২৪ ঘণ্টার ডেডলাইন। আর জি করের ৪০ চিকিৎসকের গণইস্তফা। একসঙ্গে নয়, ইস্তফা চাইলে দিতে হবে ব্যক্তিগতভাবে। গৃহীত হলে মিলবে না সুবিধে, কড়া বার্তা নবান্নের।