RG Kar: 'এটা প্রতীকী ছবি যেটার মাধ্যমে যে বিদ্রোহ হচ্ছে সেটা ফুটে উঠছে', মন্তব্য সিনিয়র চিকিৎসকের
ABP Ananda Live: 'বিখ্যাত আর্টিস্ট সনাতন দিন্দা তাঁর আঁকা ছবি তিনি আমাকে উপহার দিয়েছিলেন। আমি মনে করি এই ছবির মধ্যে সমস্ত প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটা একটা প্রতীকী ছবি যেটার মাধ্যমে যে বিদ্রোহ হচ্ছে সেটা ফুটে উঠছে এবং সঙ্গে আগুন ফুটে উঠছে এটা জুনিয়র ডাক্তারদের কাছে যেন থাকে', মন্তব্য সিনিয়র চিকিৎসকের।
আরও খবর, 'আমরা জানতাম এটা হবে। আমরা সত্যের পক্ষে জিতব এবং যেভাবে আটকান হয়েছে এইভাবে কেউ আটকাতে পারে না। সুপ্রিম কোর্ট আগেই বলেছে শান্তিপূর্ণ আন্দোলন কেউ আটকাতে পারবে না। আজকে পুলিশ দিয়ে গোটা কলকাতা শহরকে মুড়ে আমাদের প্রতিবাদকে আটকাতে পারবেন না ওঁরা', মন্তব্য সিনিয়র চিকিৎসকের। অবিলম্বে সসম্মানের সঙ্গে চিকিৎসক তপোব্রত রায়কে ছাড়ার দাবি আইএমএ রাজ্য শাখার। অবিলম্বে সসম্মানের সঙ্গে না ছাড়লে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে অ্যাকশন কমিটি, হুঁশিয়ারি আইএমএ বেঙ্গলের।