Road Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ২১১ রুটের বাসের ডেলিভারি বয়ের মৃত্যু
ABP Ananda LIVE : মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু ডেলিভারি বয়ের। ২১১ রুটের বাসের ডেলিভারি বয়ের মৃত্যু। ঘটনাস্থলে বাগুইআটি থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ।
২৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাজভবনে ডাকলেন আচার্য । এখনও পর্যন্ত হাজির ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না এলেও এসেছেন তাঁর প্রতিনিধি । রাজ্যপাল যে সমস্ত উপাচার্যদের নিয়োগ করেছিলেন মূলত তাঁরাই উপস্থিত বৈঠকে, সূত্রের খবর । বৈঠকে গরহাজির বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, ঘেরাও রয়েছেন তিনি, জানালেন উপাচার্য।
বিহারের পর পশ্চিমবঙ্গেও কি ভোটার তালিকায় বিশেষ সংশোধন? জল্পনার মধ্যেই রাজ্যে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। কলকাতা, হাওড়া, নদিয়া, দুই ২৪ পরগনার BLO-দের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। ৫টি জেলার ১০৮ বিধানসভা এলাকার আধিকারিকদের প্রশিক্ষণ। কলকাতার ১১, হাওড়ার ১৬, নদিয়ার ১৭ বিধানসভা আসনের প্রশিক্ষণ। উত্তর ২৪ পরগনার ৩৩, দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনেরও প্রশিক্ষণ। ৫ জেলা মিলিয়ে মোট ৯৭২ জন বুথ লেভেল অফিসারের প্রশিক্ষণ। কাল মেদিনীপুর ডিভিশন, সোমবার উত্তরবঙ্গের BLO-দের নিয়ে বৈঠক।




















