Rose Valley news: রোজভ্যালির সম্পত্তি দখলমুক্ত করতে রাজ্য সরকারের দ্বারস্থ ED
ABP Ananda LIVE: দখল হয়ে যাচ্ছে রোজভ্যালির সম্পত্তি । দখলমুক্ত করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল ED এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি । চিঠি পাঠানো হল মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি গেল রাজ্য পুলিশের DG এবং IG রেজিস্ট্রেশ নের কাছে । রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালির সম্পত্তি সুরক্ষিত করা হোক । যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, তা দখলমুক্ত করার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ নয়, চিঠি পাঠানো হয়েছে বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্রের মতো ৯টি রাজ্যে।
মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠকে না বিরোধী দলনেতার। ১৯ মার্চ তথ্য কমিশনার নিয়োগ নিয়ে বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী উপস্থিতি থাকছেন বলেই তিনি ওই বৈঠকে যাবেন না শুভেন্দু। আগেই যদিও বৈঠকে না যাওয়ার কথা জানিয়েছিলেন শুভেন্দু। তাঁর বক্তব্য ছিল, "অভয়াকাণ্ডের জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তিনি কোনও বৈঠকে থাকলে আমি যোগ দেব না।" শুভেন্দু এবার জানিয়েছেন, বিবেকের ডাকে সাড়া দিয়েই বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। (Suvendu Adhikari)
আগামী ১৯ তারিখ রাজ্য তথ্য় কমিশনার নিয়োগের বৈঠক রয়েছে। সেই বৈঠকে নেতৃত্ব দেবেন কমিটির চেয়ারপার্সন মমতা। প্রশাসনিক বৈঠগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতার। ওই বৈঠকে থাকার কথা শোভনদেব চট্টোপাধ্যায়েরও। কিন্তু মমতার সঙ্গে কোনও বৈঠকে বসবেন না যাবেন না বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু। গতকাল রাতেই সেকথা জানিয়েছিলেন, রাজ্যপালকেও নিজের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।


















