Sandeshkahli Incident: ঘুরপথে গিয়েও সন্দেশখালিতে বাধার মুখে মীনাক্ষী মুখোপাধ্যায় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'পার্থ ভৌমিক (Partha Bhowmick), সুজিত বসুরা (Sujita Basu) ঘুরছেন কীভাবে?' প্রশ্ন মীনাক্ষীর (Minakshi Mukherjee)। 'তৃণমূলের জামানায় ১২ বছর ধরে অত্যাচার'। 'তৃণমূলের (TMC) বিরুদ্ধে মুখ খুললে ভয় দেখাচ্ছে পুলিশ'। পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি মীনাক্ষীদের। 'কীভানে ধান জমিতে ভেড়ি?' প্রশ্ন মীনাক্ষীর। সন্দেশখালির রাস্তায় ধর্না। সন্দেশখালিতেই বাধা দেওয়া হল ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে। এদিন মীনাক্ষী বলেন, 'পুলিশ কী চাইছে সেটা ওদের জিজ্ঞেস করে দেখা হোক। ১৪৪ ধারা যদি থাকেও তাহলে ১৪৪-এ একজন যেতে পারে তো? পুলিশ যেভাবে বলবেন সেভাবে যাব। কিন্তু বেআইনিভাবে আটকাতে পারে না। এটাই হচ্ছে এই রাজ্যের পুলিশের চরিত্র'।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)