Saraswati Puja: ভোট নয়, স্কুল থেকে কলেজে পুলিশি পাহারায় সরস্বতী পুজো ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুজো করা যাবে না বলে প্রধানশিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ। ভোট নয়, র্যাফ নামিয়ে, পুলিশ গিয়ে গেট আটকে সরস্বতী পুজো হরিণঘাটাতেও!
এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস
এবার নিজের দেশেই বিক্ষোভের মুখে মহম্মদ ইউনূস । ঢাকায় বিক্ষোভের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস । সকাল থেকে মহম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ । চিকিৎসা পরিষেবা পেতে ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ । পুলিশের ব্যারিকেড ভেঙে মহম্মদ ইউনূসের বাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ । জুলাই-অগাস্ট মাসে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ । একশোর বেশি মানুষের মৃত্যু হয়, ১০০০ জনের বেশি আহত হয় ৫ অগাস্ট ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা । আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ । 'জীবনের কোনও মূল্য নেই, কারও চোখে, কারও হাতে গুলি লেগেছে, কারও দেহের অঙ্গ বাদ দিতে হয়েছে' । 'এই সরকার পুনর্বাসন, উন্নতমানের চিকিৎসা পরিষেবা, নায়কের মর্যাদা না দিলে এই সরকার থাকবে না', হুঙ্কার বিক্ষোভকারীদের



















