SBSTC Bus: চলন্ত অবস্থায় খুলে গেল সরকারি বাসের চাকা, চালকের বুদ্ধিমত্তায় প্রাণরক্ষা যাত্রীদের
চলন্ত বাসের চাকা খুলে গিয়ে সোজা পুকুরে। বড়সড় বিপদের মুখে কলকাতাগামী সরকারি বাস। চাকা খুলে যাওয়ায় বাস টলমল হয়ে পড়ে। যাত্রীবোঝাই বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেল চালকের বুদ্ধিতে। আরামবাগ থেকে বাস ছাড়ার পরই আওয়াজ হতে থাকে। রাস্তায় বাস থামিয়ে দেখা হলেও কিছু বোঝা যায়নি। হঠাৎই ডান দিকের চাকা খুলে বেরিয়ে যায়। ডান দিকে হেলে পড়ে বাস। উপস্থিত বুদ্ধিকে কাজে লাগান চালক শেখ শাহাবুদ্দিন। ব্রেক কষলে উল্টে যাওয়ার আশঙ্কা ছিল। যাত্রীদের প্রাণ বাঁচাতে চাকা ছাড়াই এগিয়ে নিয়ে যান বাস। বাসের গতি কমিয়ে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড় করান। 'চালকের উপস্থিত বুদ্ধিতে বেঁচে গেছি,' বলছেন যাত্রীরা।




















