Arms Recovered: সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ! STF-এর অভিযান, ৫টি আগ্নেয়াস্ত্র, ৯০ রাউন্ড গুলি উদ্ধার! সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ । কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত? আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ ২জন আটক: কলকাতা পুলিশ সূত্র । বিহারের মুঙ্গের থেকে অস্ত্র বিক্রির জন্য কলকাতায় আসতেই অভিযানে STF । ২টি 7MM পিস্তল, ৩টি ওয়ান শটার, ৯০ রাউন্ড গুলি-সহ গ্রেফতার ১ । অস্ত্রের হাত বদলের আগেই ইজরায়েল খান নামে ঝাড়খণ্ডের বাসিন্দা গ্রেফতার । ঝাড়খণ্ডের হান্টারগঞ্জের বাসিন্দা ইসমাইল খান: পুলিশ সূত্র
আরও খবর..
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।