Secret Temptation 2.0 : চোখ ধাঁধানো অনুষ্ঠান, নজরকাড়া সাজগোজ সঙ্গে নাচ-গান আয়োজনে সিক্রেট টেম্পটেশন
ABP Ananda LIVE : চোখ ধাঁধানো অনুষ্ঠান, নজরকাড়া সাজগোজ সঙ্গে নাচ-গান আর অফুরান মজা, আয়োজনে সিক্রেট টেম্পটেশন । উপস্থিত ছিলেন, সিক্রেট পার্টির গ্রান্ড ফেস অভিনেত্রী কৌশানী । এছাড়াও উপস্থিত ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়, পূজা বন্দ্যোপাধ্য়ায়, দর্শনা বনিক এবং দেবচন্দ্রিমা সিংহরায়ের মতো অভিনেত্রীরা। সিক্রেট টেম্পটেশন আয়োজন করল সিক্রেট পার্টি টু পয়েন্ট ও। শুক্রবার জে ডবলিউ ম্য়ারিয়টে আয়োজিত হল চোখ ধাঁধানো অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন অভিনেত্রী সহ বিশিষ্টরা।
আরও পড়ুন ...
দেহ ব্যবসায় নামানোর চক্রের সঙ্গে যুক্ত! পুলিশের জালে বাঙালি অভিনেত্রী
সেক্স র্যাকেটে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর (Bengali actress)। বাংলা ছবি লোফারে কাজ করেছিলেন ধৃত অভিনেত্রী। বেশ কিছু সিনেমা, অ্যাড ফিল্মেও কাজ করেছিলেন অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস।
হনি সিংহ, মিকা সিংহ, উদিত নারায়ণের মতো শিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন এই অভিনেত্রী। মুম্বইয়ের মীরা রোডের কাছে ঠাকুর মলে অভিযান চালিয়ে সেক্স র্যাকেটের হদিশ পায় পুলিশ। মহিলাদের দেহ ব্যবসায় নামানোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত অভিনেত্রী, দাবি পুলিশের।


















